মনোদর্শন pdf download | Monodorshon pdf


monodorshon-bangla-pdf

মনোদর্শন pdf বই free download - লেখকঃ জেরোম এ. শেফার - pdf size: 8 mb. পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৩ টি। মনোবিদ্যা বিষয়ক pdf বই - মনোবিদ্যা শেখার pdf বই 

মন এবং মানসিক এই কথা দুটি অমরা অহরহই ব্যবহার করি। কিন্তু এদের দ্বারা আমরা কি বুঝাই? নিঃসন্দেহে ‘মন' কথাটির দুটি উপাদান রয়েছে। একটি উপাদান হচ্ছেঃ যাকে সচেতন বলে মনে করা হয়, তারই মন আছে বলা যেতে পারে। অরি যা কখনই সচেতন নয়, তার যে মন আছে তা বলা যায় না। কোন ‘মনের অবস্থা বা মানসিক অবস্থা হচ্ছে সাধারণভাবে চেতনারই একটা অবস্থা ; কোন কিছু মনে রাখা, কোন বিষয়ে দুশ্চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া, কোন কিছুতে মনােযোগ দেয়া, অথবা এটা কিংবা ওটা সম্পর্কে যত্নবান বা সতর্ক হওয়ার অর্থ হচ্ছে সেটি সম্পর্কে সচেতনাবস্থায় থাকা, এবং যদি কোন কিছু কারো মন থেকে বাদ পড়ে যায় তাহলে সে-সম্পর্কে তার মন সচেতনতা হারায়। 

অপর উপাদানটি কতকগুলো কর্মক্ষমতা বা দক্ষতার কোন একটি সমষ্টি। কোন কিছু ‘মন' কথাটি দ্বারা বিশেষিত হয় তখনই, যখন তা এমনসব উপায়ে কাজ করতে সক্ষম হয় যা কোন না কোন উদ্দেশ্য - সাধনকে সম্ভব করে তোলে, পরিবর্তিত অবস্থায় এর কাজগুলোকে এমনভাবে পরিচালিত করতে পারে যেন তাদের উদ্দেশ্য - সন্ধানী চরিত্রটি বজায় থাকে, এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এর উদ্দেশ্যাবলীকে সফলতার সাথে অনুসরণ করতে পারে। 

এই অর্থেই আমরা মানসিক দুটি ও মানসিক রোগের কোন সুক্ষ, উদ্ভাবনক্ষম বা খেয়ালী মনের, বৈজ্ঞানিক বা শিল্পীসুলভ মানসিকতার, রােমক বা চৈনিক মন-মনিসের কথা বলে থাকি। ‘মন’ বলে কথিত একটি প্রত্যয়ে চেতনা এবং উদ্দেশ্য-সাধন উপযােগী কর্মক্ষমতা বা দক্ষতাসমুহ আরােপণের কোন যৌক্তিকতা আছে কি? যৌক্তিকতা রয়েছে বৈকি! প্রকৃতপক্ষে, মানুষ ও ইতর-প্রাণীর এমনসব কর্মক্ষমতা রয়েছে যেগুলাের প্রয়োগের জন্যই চেতনার বিদ্যমানতা অত্যাবশাক। 

কেননা সচেতন প্রাণীই সেসব কর্মক্ষমতা বা দক্ষতার অধিকারী হয় এবং কেবল চেতনাবস্থা থাকলেই সেসবের প্রয়ােগ সম্ভব হয়। অর্থাৎ, প্রাণীর কর্মক্ষমতা বা দক্ষতাসমূহ চেতনার উপর নির্ভরশীল এবং সেগুলাের অধিকারী হওয়া তাদের সচেতনতার তথ্যই প্রমাণ করে। 

  1. বইয়ের নামঃ মনোদর্শন 
  2. বইয়ের লেখকঃ জেরোম এ. শেফার 
  3. পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৩ টি।
  4. বইয়ের ধরনঃ মনোবিদ্যা 
  5. পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
  6. ডাউনলোডঃ মনোদর্শন pdf

#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।

আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ  থাকে,  আপনার অভিযোগ থাকলে   আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

Post a Comment

0 Comments