Common Question of Computer Bangla Pdf download

Windows

What Is Computer?

Computer শব্দটির সাধারণ অর্থ হচ্ছে গণক যন্ত্র।  ল্যাটিন শব্দ Compute থেকে ইংরেজী Computer শব্দের উৎপত্তি। Compute শব্দটির অর্থ গণনা বা হিসাব নিকাশ করা। কম্পিউটারের সাহায্যে মূলতঃ যােগ, বিয়ােগ, গুণ, ভাগ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা যায়।  কিন্তু বর্তমান যুগে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে কম্পিউটারের সংঙ্গা অনেক ব্যাপকতা লাভ করেছে। কোন সীমিত সংঙ্গা দিয়ে আর কম্পিউটারকে গন্ডীবদ্ধ করা যায় না।


Who Is The Inventor of Computer?

বিশিষ্ট বিজ্ঞানী ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মূলনীতি নির্ধারণ করেন।  বৈজ্ঞানিক প্রযুক্তির অভাবে ব্যাবেজের এই মূলনীতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।  তবুও তাঁর এই যুগান্তকারী চিন্তাভাবনা এবং প্রচেষ্টার জন্য তাঁকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। ১৮৮৭ সালে ডাক্তার হারমান হলেরিথ আমেরিকার আদমশুমারীর কাজ দ্রুত সম্পাদনের জন্য চার্লস ব্যাবেজের মূলনীতি নিয়ে গবেষনা শুরু করেন।

 পরে ১৯১১ সালে দু'টি ভিন্ন কোম্পানীর সহযােগীতায় তিনি কমপিউটিং, টেবুলেটিং ও রেকর্ডিং কোম্পানী প্রতিষ্ঠা করেন। যা পরে বিশ্ব বিখ্যাত IBM (International Business Machine) -এ রূপান্তরিত হয়।


Computer Structure:

Computer মূলতঃ তিনটি অংশে বিভক্ত।

 যেমনঃ

1. Input Device. উদাহরণঃ কী বাের্ড, মাউস, জয়স্টিক, গ্রাফিক্স প্যাড, স্কানার ইত্যাদি।

2. Central Processing Unit (CPU)

3. Output Device. 

উদাহরণঃ মনিটর, প্রিন্টার, স্পিকার প্রিন্টার।


কম্পিউটার ও মানুষের মধ্যে পার্থক্যঃ Deference Between Computer & Human Being:

কম্পিউটার ও মানুষের মধ্যে পার্থক্য হলাে কম্পিউটার যে কোন কাজের ফলাফল অতি দ্রুত গতিতে প্রদর্শন করে। কিন্তু মানুষ তা পারেনা। তা সত্ত্বেও মানুষ কম্পিউটারের চেয়ে বুদ্ধিমান। কারন কম্পিউটার মানুষের হাতে গড়া একটি ইলেকট্রনিক্স যন্ত্র। তার চেয়ে বড় কারণ হলাে কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি নেই। 

মানুষ যদি তার স্মৃতি বা মেমােরীতে সফটওয়ার সেট করে দেয় তাহলে সে ঐ সফটওয়ারের সাহায্য নিয়ে আমাদের সামনে তথ্য প্রদান করবে। তার বেশী বা কম করবে না।

 

Classification of Computer:

গঠন ও উদ্দেশ্য ভেদে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

Analog Computer

Digital Computer

এছাড়া উপরােক্ত দুই ধরণের কম্পিউটার এর আরেকটি কম্পিউটার তৈরী হয়েছে। 

এর নাম Hybrid Computer

Note : ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা হয় । যথাঃ

১. সুপার কম্পিউটার

২, মেইনফ্রেম কম্পিউটার

৩. মিনিফ্রেম কম্পিউটার


এছাড়াও বইটিতে যা যা,রয়েছে একটু দেখে নিনঃ

  • কম্পিউটার ক্রয় করার জন্য যেসব এক্সেসরিস এর নাম জানা দরকার তা ইমেজ সহ সংক্ষেপে আলোচনা করেছেন।
  • কম্পিউটারের হার্ডওয়্যারের পার্টস পাতি নিয়ে আলোচনা করা হয়েছে।
  • হোয়াট ইজ কেবলিং? ছবি সহ পোর্ট গুলো দেখিয়েছেন।
  • হোয়াট ইজ মাদাবোর্ড? পিকচার সহ আলোচনা করেছেন।
  • হোয়াইট ইজ র্যাম?
  • হোয়াট ইজ মেমোরি?
  • হোয়াট ইজ রোম?
  • হোয়াট ইজ ডিস্ক?
  • হোয়াট ইজ ওপারেটিং সিস্টেম?
  • হোয়াট ইজ স্টার্টআপ ডিস্ক?
  • হোয়াট ইজ উইন্ডোজ?


  • হোয়াট ইজ কম্পিউটারস বুটিং প্রসেস?
  • হাউ টু স্টার্ট এ কম্পিউটার?
  • ইন্টোডাচিং অন উইন্ডোজ স্কিন।
  • হাউ টু সর্ট ডাউন এ কম্পিউটার।
  • কিবোর্ড এর পরিচিত, বিস্তারিত আলোচনা রয়েছে।
  • ইত্যাদি ইত্যাদি। 


বইয়ের নামঃ Common Question of Computer

বইয়ের লেখকঃ tanvir ahmed

পৃষ্ঠা সংখ্যাঃ 22 টি।

বইয়ের ধরনঃ computer basic

পিডিএফ সাইজঃ 5 মেগাবাইট প্রায়।

ডাউনলোডঃ Read Online / Download


কাম্পিউটার শেখার ভালো pdf book

Best Computer learning Books:

১। উইন্ডোজ কিবোর্ড শর্টকার্ট Pdf | Windows keyboard Shortcut Bangla pdf

Download

২। উইন্ডোজ এক্সপি সেটাপ ইন্সট্রাকশন pdf| Windows XP Setup instruction bangla pdf

Download

৩। কম্পিউটারের ইতিহাস??? pdf | History of computer bangla pdf

Download

৪। এপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল এন্ড আনইন্সটল pdf | Application Software Install & Uninstall process pdf

Download

৫। কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় pdf

Download

৬। কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলিং বা সংযোজন pdf download

Download

৭। নেটওয়ার্কিং Pdf Download | Networking বাংলায় শিখুন

Download

৮। ল্যাপটপ সমস্যার সমাধান pdf download | নিজেই সলভ করুন

Download

৯। কম্পিউটার ড্রাইভার প্রবলেম pdf download | Computer driver problem Bangla pdf Book

Download

১০। পেনড্রাইভ পিডিএফ ডাউনলোড

Download


computer learning Bangla Pdf download

Must Know: কম্পিউটারের কোনোরকম কোনো সমস্যা হলে সেটি সমাধান করার জন্য, কম্পিউটার সমস্যার সমাধান গ্রুপে পোস্ট করতে পারেন

ফেসবুক গ্রুপঃ কম্পিউটার সমস্যার সমাধান ফেসবুক গ্রুপে আপনার সমস্যা নিয়ে পোস্ট করে আলোচনা করতে পারেন।

এবং সমাধান ও পেতে পারেন।

খুবই হেল্পফুল একটি ফেসবুক গ্রুপ এটি ।

 

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থেকে, আপনার সমস্যার কথা জানাতে পারেন।

ফেসবুক পেজঃ Purepdfbook  

আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন
ইউটিউব চ্যানেলঃ Purepdfbook

ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

Post a Comment

0 Comments